Duration 4:52

Napa syrup - শিশুদের জন্য প্যারাসিটামল । খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া

242 watched
0
4
Published 16 Feb 2023

শিশুদের জন্য ব্যথানাশক হিসেবে বহুল ব্যবহৃত একটি ঔষধ হলো প্যারাসিটামল। প্যারাসিটামল একটি সুলভ ঔষধ যা সচরাচর জ্বর ও ব্যথা উপশমে সেবন করা হয়। এটি প্রায়ই মাথাব্যথা, পেট ব্যথা, কানের ব্যথা ও সর্দিকাশির চিকিৎসায় ব্যবহৃত হয়। এ ছাড়া জ্বর কমাতেও সচরাচর প্যারাসিটামল ব্যবহার করা হয়ে থাকে। শিশুদের প্যারাসিটামল সাধারণত ট্যাবলেট ও সিরাপ হিসেবে পাওয়া যায়। এ ছাড়া পেডিয়াট্রিক ড্রপস, সাপোজিটরি (পায়ুপথ দিয়ে দেওয়ার ঔষধ) ও ইনজেকশন হিসেবেও এটি কিনতে পাওয়া যায়। শিশুকে কোন বয়সে কোন ধরনের প্যারাসিটামল খাওয়াতে হবে শিশুদের ২ মাস বয়স থেকে সিরাপ খাওয়ানো যাবে এবং সাপোজিটরিও ব্যবহার করা যাবে। ৬ বছর বয়স থেকে শিশুকে ট্যাবলেট খাওয়ানো যায়। তবে ট্যাবলেট গিলতে সমস্যা হলে সিরাপ খাওয়ানো যেতে পারে। ২ মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া ২ মাসের কম বয়সী শিশুদের প্যারাসিটামল দেওয়া উচিত নয়। শিশুদের বিভিন্ন ধরনের প্যারাসিটামলের ডোজ প্যারাসিটামল বিভিন্ন শক্তিমাত্রার ট্যাবলেট, সিরাপ, সাপোজিটরি ও ইনজেকশন হিসেবে ফার্মেসিতে পাওয়া যায়। শিশুকে তার বয়স অনুযায়ী নির্দিষ্ট ডোজের ঔষধ খাওয়াতে হয়। শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের তুলনায় কম ডোজের ঔষধ প্রয়োজন হয়। শিশুকে কোন ডোজে প্যারাসিটামল খাওয়াতে হবে সেটি নিয়ে কোনো সন্দেহ থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সিরাপের ডোজ সাধারণত ৬ বছরের কম বয়সী শিশুদের সিরাপ সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে। শিশুর বয়স ৬ বছরের বেশি হলেও যদি ট্যাবলেট গিলতে অসুবিধা হয় সেক্ষেত্রে সিরাপ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। আমার চ্যানেলে আপনি বাংলায় "কসমেটিকস প্রোডাক্ট রিভিউ" পাবেন। আমি কসমেটিক্স পণ্যের পর্যালোচনা এবং আপনার সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করি। আপনার ফিডে আরও প্রসাধনী সম্পর্কিত পণ্য পর্যালোচনা দেখতে Subscribe করুম । Contact info : Facebook: https://www.facebook.com/sundariwala24 FB (Group) : https://www.facebook.com/groups/381639209169926f Blog/Website: https://sundariwala.blogspot.com/ Online Store: https://sundariwala.blogspot.com/ For more information you Call Us: +8801977389826 Latest Videos: 1. ডিউ বিউটি ক্রিম পর্যালোচনা, উপকারিতা, ব্যবহার, মূল্য, পার্শ্ব প্রতিক্রিয়া Link: /watch/s6BQzGpcFzlcQ 2. ফ্লোরিজ ট্যাবলেট এর কাজ Link : /watch/EVEH9bMYnHAYH 3. যৌবন ধরে রাখতে ও চুল পড়া কমাতে ভিটামিন ই Link : /watch/YjorSBqanMnar 4. 90 টাকায় ফর্সা হয়ে যান | 20 দিনে ফর্সা হওয়ার ক্রিম ১০০% কার্যকর Link: /watch/YsB86oZHoPZH8 5. ভিটামিন ই ক্যাপসুলের খেলে কি হয় | E-Cap 400mg এটি খাওয়ার সর্বোত্তম সময়/নিয়ম কি? Link: /watch/wlF7THKS5O6S7 6. কোন ক্ষতিছাড়াই ৭-১৪ দিনে ৫ গুন ফর্শা উজ্জ্বল করার ক্রিম Link : /watch/kEfReoX93jq9R 7. মোটা হওয়ার সিরাপ Link : /watch/85PFex2VR8KVF Copyright: Please do not use any photo or content without first asking permission. DISCLAIMER : The information provided in this video is for General Information Purposes only and should NOT be considered as professional advice. Follow your Own Opinion. ___________________________________________ - Sundariwala

Category

Show more

Comments - 0